Welcome to National Portal
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আমাদের ইতিবৃত্ত

লচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণার মাধ্যমে চলচ্চিত্র কেন্দ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। ১৯৭৮ সালের ১৭ মে তৎকালীন তথ্য মন্ত্রণালয়ের অধীন ‘ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় । ১৯৮৪ সালে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ নামকরণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ভাড়া বাড়িতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তীতে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে ‘ভবন নির্মাণ প্রকল্প’ এর মাধ্যমে ২০১৮ সালের ১লা নভেম্বর বিশ্বমানের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন তৈরি হয়। এছাড়াও প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ‘চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফিল্ম আর্কাইভে ডিজিটাল যন্ত্রপাতি স্থাপন করা হয়। ফলে এনালগ ফিল্মকে ডিজিটাল ফরমেটে রূপান্তর, রেস্ট্রোরেশন ও সংরক্ষণ ব্যবস্থায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আধুনিক প্রযুক্তির সক্ষমতা লাভ করে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ রাষ্ট্রীয় ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সেলুলয়েড দলিলাদির গর্বিত সংরক্ষণাগার । এখানে, -৮, -৪, ০, +৮, +৪ এবং +১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ৬টি অত্যাধুনিক ভল্টে সেলুলয়েড দলিলাদি সংরক্ষণ করা হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এযাবৎ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সংবাদচিত্রসহ মোট ১০,৭৮২টি চলচ্চিত্র সংরক্ষণ করা হয়েছে।  বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সুপরিসর ডুপ্লেক্স লাইব্রেরিতে পুস্তকসহ সংগৃহীত বিভিন্ন সামগ্রীর সংখ্যা ৮৬,৯৩০ টি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ডিজিটাল ল্যাব অদ্যাবধি সর্বমোট ১০০০টি চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র ডিজিটাল ফরমেটে রূপান্তর করেছে । এছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত ৫০০ আসনবিশিষ্ট একটি মাল্টিপারপাস হল, ৩০০ আসনবিশিষ্ট একটি প্রজেকশন হল এবং ১২০ আসনবিশিষ্ট একটি সেমিনার হল এবং দেশের একমাত্র ফিল্ম মিউজিয়াম রয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৯৮০ সালে আর্কাইভের আর্ন্তজাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস্‌ (FIAF) এর এবং ২০১৯ সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অডিও ভিজ্যুয়াল আর্কাইভ (IASA) এর সদস্য পদ লাভ করে। 

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা, এর লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যাবলী, ডিজিটাইজেশন, পরিচালন নীতিমালা, সিটিজেন চার্টার, গবেষনা ও প্রকাশনা, ফিল্ম ভল্ট ও ফিল্ম সংরক্ষণ এবং চলচ্চিত্র প্রদর্শনী, ইনোভেশন ও চলতি কার্যক্রম, ই-সার্ভিসসহ সকল বিষয়ে এ সাইট থেকে জানা যাবে।


ভিডিও ও ম্যাপ