চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল পদ্ধতিতে সনাতন চলচ্চিত্রের সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম পুনরুদ্ধারকরণ প্রকল্প
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জুলাই ২০০৬ - জুন ২০১৩ মেয়াদে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে "চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল পদ্ধতিতে সনাতন চলচ্চিত্রের সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম পুনরুদ্ধারকরণ" শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এ প্রকল্পের আওতায় নিন্মবর্ণিত অত্যাধুনিক যন্ত্রপাতিসমূহ আমদানী করে ডিজিটাল ফিল্ম ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।
ছবি : হাই রেজ্যুলেশন ডিজিটাল ফিল্ম স্ক্যানার
প্রকল্পের আওতায় সংগৃহীত যন্ত্রপাতিসমূহ হচ্ছে :
১. হাই রেজ্যুলেশন ডিজিটাল ফিল্ম স্ক্যানার,
২. ফিল্ম রেস্টোরেশন ইউনিট,
৩. কালার কারেকশন ইউনিট,
৪. সাউন্ড রিপ্রোডিউসার,
৫. নন-লিনিয়ার এডিটিং প্যানেল,
৬. ফিল্ম এডিটিং মেশিন,
৭. ফিল্ম ক্লিনিং মেশিন,
৮. ৩৫ মি.মি. প্রজেক্টর,
৯.ফিল্ম রিউইন্ডিং মেশিন,
১০. পোস্টার স্ক্যানার,
১১. পোস্টার লেমিনেটিং মেশিন,
১২. প্রফেশনাল ভিডিও ক্যামেরা,
১৩. ফিল্ম রেকর্ডার ও
১৪. ডাটাবেজ সার্ভার ও ওয়ার্কস্টেশন ।