বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যাবলী :
(ক) দেশীয় ও আর্ন্তজাতিক উৎস থেকে চলচ্চিত্র ও চলচ্চিত্র সামগ্রী সংগ্রহ করা।
(খ) সংগৃহীত চলচ্চিত্র ফিল্ম-ভল্টে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা।
(গ) দুস্প্রাপ্য ও ধ্রুপদী চলচ্চিত্র ফিল্ম ফরমেট থেকে ডিজিটালে রূপান্তর করা।
(ঘ) দীর্ঘমেয়াদী সংরক্ষণ এবং শিক্ষা ও গবেষণার জন্য সংগৃহীত চলচ্চিত্র ও চলচ্চিত্র সামগ্রী প্রয়োজনে পুন:মুদ্রণ করা।
(ঙ) চলচ্চিত্র সংক্রান্ত গ্রন্থ, সাময়িকী, প্রকাশনা, গানের বই, পোস্টার, প্রচারপত্র, স্থিরচিত্র, পাণ্ডুলিপি ও আনুষঙ্গিক সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণ করা।
(চ) সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আর্কাইভের সংগ্রহ থেকে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা।
(ছ) আর্কাইভ এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশেষায়িত লাইব্রেরির মাধ্যমে চলচ্চিত্রসেবীদের সেবা প্রদান করা।
(জ) চলচ্চিত্র বিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ সভা ইত্যাদির আয়োজন করা।
(ট) চলচ্চিত্র সংক্রান্ত গবেষণা ও প্রকাশনার ব্যবস্থা করা।
(ঠ) ফিল্ম ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর সহায়তা প্রদান, চলচ্চিত্র সরবরাহ ও উদ্যোগ গ্রহণ করা।