তৃতীয় ইন-হাউজ প্রশিক্ষণ ০১ অক্টোবর ২০২০ তারিখ অনুষ্ঠিত হয়েছে
প্রকাশন তারিখ
: 2020-09-30
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের দিনব্যাপী তৃতীয় ইন হাউজ প্রশিক্ষণ আজ ০১ অক্টোবর ২০২০ তারিখ বৃহস্পতিবার দপ্তরের প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি মোট ০৪টি সেশনে পরিচালিত হয়।
সরকারী কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা -২০১৯, বিষয়ে সেশন পরিচালনা করেন জনাব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সচিব, তথ্য মন্ত্রণালয়। সরকারী চাকুরীর বিধানবলী ও শুদ্ধাচার কৌশল বিষয়ে ২য় সেশন পরিচালনা করেন জনাব নুজহাত ইয়াসমিন, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন।
সুশাসন ব্যবস্থাপনা বিষয়ে তৃতীয় সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীর। শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে ৪র্থ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তা-কর্মচারীরা সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।