বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান এর ওপর ডকুমেন্টটরি ধারন
প্রকাশন তারিখ
: 2020-09-07
শেখ সাদী খান বাংলাদেশের একজন স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও সুরকার। তাকে বাংলাদেশের সঙ্গীতের জাদুকর বলে অভিহিত করা হয়। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। সঙ্গীত সাধনাতেই গুণী এই মানুষটি পার করেছেন জীবনের ৬০টি বছর। শেখ সাদী খান ১৯৫০ সালের ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা উপমহাদেশের বিখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার চাচা।
শেখ সাদী খান এ পর্যন্ত দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার-সম্মাননা অর্জন করেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত কাজের অংশ হিসেবে আজ ০৫ সেপ্টেম্বর, শনিবার ২০২০ তারিখে এই গুনী শিল্পীর কর্মময় জীবনের ওপর ডকুমেন্টটরি ধারন করা হয়। এসময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর উপস্থিত ছিলেন। তিনি বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান কে ‘সিনেমার পোস্টার -১ম খন্ড (১৯৫৬-১৯৮৬) শুভেচ্ছাস্বরূপ প্রদান করেন।