বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ২০২০-২১ অর্থবছরে নির্বাচিত গবেষণাকর্মের গবেষকদের অংশগ্রহণে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
আজ ০৬ জানুয়ারি ২০২০ তারিখ বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সভাকক্ষে ২০২০-২১ অর্থবছরে নির্বাচিত গবেষণাকর্মের গবেষকদের অংশগ্রহণে ‘চলচ্চিত্র বিষয়ক গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীর এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র বিদ্যার শিক্ষক, গবেষক ও চলচ্চিত্র পরিচালক ড. সাজেদুল আউয়াল। আলোচক হিসেবে সেমিনারে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
সেমিনারে প্রবন্ধ, গবেষণা পদ্ধতি, তত্ত্ব, চলচ্চিত্রতত্ত্ব, গবেষণার শিরোনাম নির্ধারণ, গবেষণার চরিত্র, গবেষণা-কর্মের পরিকল্পনা প্রণয়ন, গবেষণা-পত্রের বিভাজন, তথ্য নির্দেশিকা বিষয়ে গবেষকদের সাথে বিশদভাবে আলোচনা করা হয়।
দিনব্যাপী সেমিনারে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সকল কর্মকর্তাসহ চলতি অর্থবছরের ০৯ গবেষণাকর্মের গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরনপূর্বক আলোচনায় অংশগ্রহণ করেন।