Wellcome to National Portal
  • bannerfff
  • Untitled-3 (1)
  • IMG_0034 (1)
  • Untitled-1 (1)
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিনব্যাপী ইন- হাউজ প্রশিক্ষণ


প্রকাশন তারিখ : 2020-09-17

2020-09-21-15-13-fd846093cdc5ff85f69d347b558698c5   2020-09-21-15-18-89b0e45be6954093dc74683f88dc4db9   2020-09-21-15-20-d17dcdb0aebe553e98c01ad1f53d3cce    2020-09-21-15-27-567541894a542ebcb722b5663194a1b4

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে (লেভেল-০১) আজ ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ রোজ সোমবার দিনব্যাপী ইন- হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইন- হাউজ প্রশিক্ষণটি মোট ০৪ টি সেশনে পরিচালিত হয়।
তথ্য অধিকার আইন প্রনয়ন ও পর্যালোচনা এবং দপ্তরসমূহে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন বিষয়ে প্রথম ও দ্বিতীয় সেশন পরিচালনা করেন জনাব মোঃ আব্দুল করিম এনডিসি, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ’র সফল বাস্তবায়ন কৌশল বিষয়ে তৃতীয় সেশন পরিচালনা করেন জনাব এ বি এম মাহবুব হোসেন, উপসচিব, তথ্য মন্ত্রণালয়।
দাপ্তরিক ক্রয় সংক্রান্ত বিষয়ে চর্তুথ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীর। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিরাপদ দুরত্ব বজায় রেখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।