Wellcome to National Portal
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd নভেম্বর ২০২০

ইন-হাউজ প্রশিক্ষণ সম্পন্ন


প্রকাশন তারিখ : 2020-11-19
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
 
 
আজ ১৯ নভেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিনব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি ০৪ টি সেশনে পরিচালিত হয়। জাতীয় শুদ্ধাচার কৌশল এবং দাপ্তরিক কাজে এর প্রতিফলন বিষয়ে প্রথম সেশনটি পরিচালনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুন্মসচিব জনাব মুহম্মদ নাসির উদ্দীন। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও এর মূল্যায়ন প্রক্রিয়া সর্ম্পকে ২য় সেশন পরিচালনা করেন জনাব মোঃ জহির আহমদ, যুন্ম সচিব, ধর্ম মন্ত্রণালয়। ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ভূমিকা বিষয়ে তৃতীয় সেশন পরিচালনা করেন দপ্তরের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীর। এক সেবা ও মাই গভ বিষয়ে চতুর্থ সেশন পরিচালনা করেন দপ্তরের পরিচালক জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
প্রশিক্ষণ কর্মসূচিতে কোর্স পরিচালক হিসেবে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব মোঃ নিজামূল কবীর এবং কোর্স সমন্বয়ক হিসেবে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক জনাব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
সম্পদ ব্যক্তিগণ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের স্থাপিত মিউজিয়াম, বিশেষায়িত ফিল্ম ভল্ট পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সকল কর্মকর্তা-কর্মচারীগণ সামাজিক দুরত্ব বজায় রেখে ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরনপূর্বক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।